আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে জানান তিনি এ বিষয়ে বিআরটিএ বিস্তারিত জানাবে বিজ্ঞপ্তির মাধ্যমে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ঈদের আগের পাঁচদিন এবং পরের তিন দিনসহ মোট নয় দিন গণপরিবহন বন্ধ রাখতে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী বিআরটিকে চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
গতকাল বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদে নয় দিন গণপরিবহন চলবে না। কয়েক ঘণ্টার মধ্যে তিনি বক্তব্য বদলে জানান, গণপরিবহন চলবে, তবে পণ্যবাহী যান বন্ধ থাকবে।
করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ মধ্যরাত থেকে ৬৭ দিন বন্ধ রাখার পর গত ১ জুন থেকে চলছে বাসসহ যাত্রীবাহী যানবাহন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে বাসে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। এতে ভাড়া বেড়েছে ৬০ ভাগ। আসন্ন ঈদুর আজহায়ও একইভাবে চলবে গণপরিবহন।