আবারাও করোনার থাবা গাঙ্গুলি পরিবারে। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব তিনি ।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে জ্বর, সঙ্গে গলা ব্যথায় ভুগছিলেন স্নেহাশিস। তাই চিকিৎসকের পরামর্শ মতে কোভিড টেস্ট করান। করোনা পরীক্ষার সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
এর আগে, সৌরভ গাঙ্গুলির ভাবি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকি তার শ্বশুর–শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে স্নেহাশিস তখন সুস্থই ছিলেন। সে সময়ে গুজব ছড়ায় তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলিও আক্রান্ত হয়েছেন। সেই ঘটনা সত্যি না হলেও এবার সত্যি সত্যি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সৌরভের বড় ভাই স্নেহাশিস।
এদিকে চিকিৎসকের পরামর্শ মতো গতকাল বুধবার (১৫ জুলাই) শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।