এবার বাসের ধাক্কায় প্রাণ হারালেন শুভেচ্ছা (২৭) নামের এক নার্স। সেইসাথে এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও সন্তান। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জুলাই) রাজশাহী নগরীর ভদ্রা এলাকায়।
নিহত শুভেচ্ছার বাড়ি নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায়। স্বামীর নাম সবুজ হোসেন। শুভেচ্ছা রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। তার স্বামী নগরীর একটি বেসরকারি ক্লিনিকের কর্মী।
এ বিষয়ে পুলিশ জানায়, বিকালে রাজশাহী শহর থেকে একটি মোটরসাইকেলে চড়ে সবুজ, তার স্ত্রী এবং ছোট সন্তান পুঠিয়া যাচ্ছিলেন। ভদ্রা এলাকায় একটি বাস তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শুভেচ্ছার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন তার স্বামী-সন্তান। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। পুলিশ বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে।