স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতারণার মামলায় গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে তাকে ঢামেকে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এর আগে, আজ বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থেকে বোরকা পরা অবস্থায় তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
মাহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছিল শাহেদের রিজেন্ট হাসপাতাল। বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০ হাজার নমুনা সংগ্রহ করেছিল রিজেন্ট। প্রতিনিটি নমুনা পরীক্ষার জন্য জনপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নিতেন। বাড়িতে গিয়ে সংগ্রহ করলে এক হাজার টাকা বেশি নেয়া হতো। এর মধ্যে মাত্র ৪ হাজার ২০০টির মতো নমুনা পরীক্ষা করে হাসপাতালটি। পরীক্ষা না করেই বাকি ৬ হাজারের মতো নমুনার রিপোর্টই মনগড়াভাবে তৈরি করে দেয় সাহেদের রিজেন্ট হাসপাতাল।