গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির ৪(এ) নম্বর ফ্ল্যাটে র্যাবের অভিযান শুরু হয়।
র্যাব-১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, সেখানে সাহেদের প্রতারণার বেশকিছু আলামত আছে বলে ধারণা করা হচ্ছে। অভিযানে র্যাবের গোয়েন্দা ইউনিটের পাশাপাশি সেখানে আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান প্রসঙ্গে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা একটা তথ্যের ভিত্তিতে এখানে (উত্তরা) এসেছি, তথ্য যাচাই করে বিস্তারিত বলতে পারব। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। প্রক্রিয়া শেষ হলে আপনাদের জানানো হবে।
এর আগে, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। সকাল ৯টার দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয় এবং র্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরায় এই অভিযান চালাচ্ছে র্যাব।