জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার স্বামী আরিফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।
করোনাভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট দেয়ার অভিযোগে সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়।
দুদিন আগে গত রোববার একই ঘটনায় ডা. সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।