প্রতারক সাহেদের এক্সরে ও ইসিজি রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন।
তিনি বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্সরে ও ইসিজি রিপোর্ট ভালো এসেছে। বুধবার (১৫ জুলাই) বিকেলের দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সাহেদকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্সরে ও ইসিজি রিপোর্ট ভালো এসেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সাহেদের সঙ্গে এসময় মাসুদ পারভেজ নামে আরেকজন ছিলেন।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তিন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।