দেশে করোনা সংক্রমণের কারনে সেই মার্চের মাঝামঝি সময় থেকে দেশে থেকে ক্রিকেটের সকল কর্মকাণ্ড বন্ধ রয়েছে। বেশ কিছু দেশ অনুশীলনে ফিরলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। বরং বিসিবির প্রধান অফিসটিও রেড জোনের মধ্যে পড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়।
এমন পরিস্থিতির মাঝেই মিরপুরে ব্যাক্তগত অনুশীলনের জন্য মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার বিসিবির কাছে আবেদন করেছিলেন। যাতে বোর্ডের সুযোগ-সুবিধার আওতায় অনুশীলন করতে পারেন। কিন্তু পুরো বিসিবি সেই প্রস্তাবে সাড়া দিতে চায়নি।
অবশেষে বিসিবি পরিস্থিতি বিবেচনা করে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে। এর ফলে মিরপুরে ব্যাক্তিগত অনুশীলনে বোর্ডের সুযোগ-সুবিধা ব্যবহার করতে আর কোনও বাধা রইলো না ক্রিকেটারদের। তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন।
বিসিবি জানিয়েছে, অনুশীলনের ক্ষেত্রে অবশ্যই ক্রিকেটারদের স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে হবে। বিসিবির ট্রেইনার নিয়েই যেন তারা অনুশীলন করেন। যারা ব্যক্তিগত অনুশীলন করতে চান, তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন।
সম্প্রতি বিসিবি অনুশীলনের জন্যই ৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে। সেখানেই তাদের বলা হয় তারা চাইলে শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। তবে মাত্র দুই ক্রিকেটারই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন বলে সুত্রে জানা গেছে!