মৃত মাকে দাফনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছেলেও। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাটে। মৃত এবাদুর রহমান (৫০) কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। আজ বুধবার (১৫ জুলাই) সকালের দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, মৃত এবাদুর রহমানের মা সিদ্দেকা বেগম (৮৫) গত মঙ্গলবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে বুধবার সকাল ১০টায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবাদুর রহমান। সাথে সাথে তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এবাদের এক নিকটাত্মীয় জানান, মায়ের মৃত্যু শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।