রাত ৮:৫৭ সোমবার ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম শিক্ষা ও চাকরি যুক্তরাষ্ট্রে নিজ ফ্লাট থেকে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের মাথাবিহীন দেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিজ ফ্লাট থেকে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের মাথাবিহীন দেহ উদ্ধার

লিখেছেন adib jamal
Spread the love

দেশের রাইড শেয়ারং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হয়েছেন। নিউইর্য়কের সংবাদমাধ্যম ডেইলি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ক্ষত ও বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের বরা দিয়ে ডেইলি নিউজ জানিয়েছে, মঙ্গলবার সারাদিন ভাইকে একবারও বাসায় দেখেননি বলে ৯১১ নম্বরে ফোন করেন ফাহিমের বোন। এরপর পুলিশ এসে অ্যাপার্টমেন্টের ৭ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে।

গত বছর ২.২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেন ফাহিম।

নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা সার্জেন্ট কার্লো নিভস বলেন, ওই অ্যাপার্টমেন্ট থেকেই তার খণ্ড-বিখণ্ড অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। ‘ঘটনাস্থলে আমরা খণ্ড দেহ, বিচ্ছিন্ন করা মাথা ও হাত-পা পেয়েছি। সবকিছু এখনও সেখানে আছে।’

যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন ফাহিম। নাইজেরিয়া আর কলম্বিয়াতে তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More