অপ্রাপ্তবয়স্ক এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি পুলিশ। ২৭ বছর বয়সী ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, নিজের ছাত্রকে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন তিনি। শুধু তাই নয়, এর ভিডিও ধারণ করেন।
এছাড়া আরেক ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার মল্লি ভারকাম্প নামের ওই শিক্ষিকাকে আটক করে পুলিশ। তার ব্যাপারে এক বছর ধরে তদন্ত করেছে গোয়েন্দারা। গত বছরের মে মাসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।
নিজের ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও অন্য ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
বর্তমানে শিক্ষিকাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা আছে। তবে ১০ হাজার ডলার জামানতে তিনি জামিন নিতে পরবেন।
অভিযোগ ওঠার পর ২০১৯ সালেই তাকে পদ থেকে সরিয়ে দেয় ওয়ালটন ভেরোনা হাইস্কুল কর্তৃপক্ষ। শিক্ষিকার বাইরে তিনি ইভিনিং সেশনে যোগ ব্যায়াম করিয়ে অর্থ উপার্জন করতেন। বিয়ে করেছিলেন, তবে পরে স্বামীকে তালাক দেন।