দুপুর ১২:৩৭ শুক্রবার ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম খেলা কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশ সময়ে কখন হবে ম্যাচগুলো?

কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশ সময়ে কখন হবে ম্যাচগুলো?

লিখেছেন adib jamal
Spread the love

২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ফিফা। বুধবার (১৫ জুলাই) চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী, ২১ নভেম্বরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বায়েত স্টেডিয়ামে। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে খালিফা স্টেডিয়ামে। পরদিন ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম।

রাশিয়ায় গেল আসরটি ৩২ দিনে অনুষ্ঠিত হলেও, কাতারের তাপমাত্রা বিবেচনায় এবার সেটি কমিয়ে আনা হয়েছে ২৮ দিনে।

প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, ৪টা, ৭টা এবং রাত ১০ টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

কাতারের সময়ের থেকে বাংলাদেশ সময় তিন ঘণ্টা এগিয়ে। সে হিসেবে দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর ১টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়। একইভাবে স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দেখতে পারবেন দর্শকরা। এছাড়া স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এবং রাত ১০টার ম্যাচ দুটি বাংলাদেশ সময় যথাক্রমে রাত ১০টা এবং রাত ১টায় দেখতে পাবেন দর্শকরা।

এক কথায় বলতে গেলে প্রতিদিন যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা এবং রাত ১টায় অনুষ্ঠিত হবে।

এবারের পুরো আসরটিই অনুষ্ঠিত হবে দোহাতে। দোহার ৮টি ভেন্যু কাছাকাছি হওয়ায় সমর্থকদের পোহাতে হবে না বাড়তি ঝামেলা। এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব বড়জোর ৩০ মাইল।

তবে এখনো চূড়ান্ত হয়নি কোন দল কোন গ্রুপে খেলবে। ২০২২ সালের মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে। তবে এটিই হতে যাচ্ছে ৩২ দলের শেষ বিশ্বকাপ। পরবর্তী আসর থেকে বাড়ানো হবে অংশগ্রহণকারী দলের সংখ্যা।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More