করোনা শনাক্ত পরীক্ষায় জালিয়াতির মামলায় প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম মৌলভীবাজারে রয়েছেন এমন খবর পাওয়ার পর অভিযান করেও কোনও হদিস মেলেনি মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত।
এর আগে সাহেদ মৌলভীবাজারে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল থেকে জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ ও র্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সাহেদের কোনও খোঁজ পাওয়া যায় নি বলে জানা গেছে।
এদিকে পুলিশের একটি সূত্রে জানা গেছে, সাহেদের মুঠোফোন ট্র্যাক করে দেখা গেছে সাহেদ মৌলভীবাজার জেলায় অবস্থান করছেন। তাই সোমবার বিকাল থেকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, শ্রীমঙ্গল ও কুলাউড়ায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। সাহেদ যাতে ভারতে যেতে না পারে সেদিকে কুলাউড়ার চাতলাপুর সীমান্তসহ অন্যান্য সীমান্ততে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।
পাশাপাশি আবাসিক হোটেলসহ বিভিন্ন রিসোর্টে সাহেদকে ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোথাও সাহেদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ জুলাই) মৌলভীবাজারের পুলিশ সুপার মো.ফারুক আহমেদ জানান, সাহেদ মৌলভীবাজার জেলায় অবস্থান করছেন এমন সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই। তবে সীমান্ত এলাকার পুলিশকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।