সকাল ৮:২৪ সোমবার ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম শিক্ষা ও চাকরি ব্র্যাক ইউনিভার্সিটির নতুন সেমিস্টারের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন সেমিস্টারের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লিখেছেন মামুন শেখ
ব্র্যাক ইউনিভার্সিটির নতুন সেমিস্টারের অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত-durantobd.com
Spread the love

সামার-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। কোভিড-১৯ মহামারির কারণে শনিবার (১১ জুলাই) নতুন সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অনলাইনে আনন্দঘন এই ওরিয়েন্টেশনপর্ব উপভোগ করেন।

সকাল ৯টায় রেজিস্ট্রেশন পর্বের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত পরিচিতিমূলক এই অনুষ্ঠান শুরু হয়। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সূচনা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর আবদুল্লাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সকাল ১০টায় শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি।

তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বিউএক্স’ এবং স্টুডেন্টস অ্যাসিসটেন্ট ফান্ড এর সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সুচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে বলে আমরা আশা করছি।’ করোনা মহামারির এই কঠিন সময়ে সমস্যাগুলোকে সম্ভাবনায় পরিণত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের সামনে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াকালে নিজের অভিজ্ঞতা ও প্রাপ্তির ঝুলি তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনপ্রিয় গায়িকা ও অভিনয়শিল্পী রাফিয়াথ রশীদ মিথিলা ও সামিহা নুসরাত। সামাজিক মাধ্যম ফেসবুকে হ্যাশট্যাগ উইআরব্র্যাকইউ ২০২০ ডুডল পোস্টকার্ড শেয়ার করার মধ্য দিয়ে শেষ হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি।

এর আগে, করোনা মহামারিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে জন্য ১৫ কোটি টাকার স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড গঠন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়া বর্তমান অচলাবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে ‘বিইউএক্স’ নামে বিশ্বমানের নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি।

-সংবাদ বিজ্ঞপ্তি

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More