সৌদি আরবের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হাউথি বিদ্রোহীরা।
সোমবার (১৩ জুলাই) এসব হামরা চালানো হয় বলে পার্স টুডের খবরে বলা হয়েছে।
হাউথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের দক্ষিণের জিযান, নাজরান ও আসির প্রদেশে শত্রু-বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খামিস মোশাইত ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গিবিমানের হ্যাঙ্গার এবং জিযান, নাজরান ও আসির শহরের বিমানবন্দর।
এছাড়া মা’রিব প্রদেশের তাদাউয়িন সামরিক ঘাঁটিতে ইয়েমেন সরকারের পদস্থ কর্মকর্তাদের সম্মেলনস্থলে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন ইয়াহিয়া সারি। এতে বহু পদস্থ কর্মকর্তা হতাহত হয়েছেন বলেও দাবি তাদের।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণ ও ভূখণ্ড রক্ষার অধিকার আমাদের রয়েছে। এই ধরণের হামলা অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।
হামলার কথা স্বীকার করেছে সৌদি জোটও। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এক রাতে তারা চারটি মিসাইল এবং ছয়টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।
গত মে মাস থেকে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা সীমান্ত অতিক্রম করে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হামলার তীব্রতা আরো বাড়িয়েছে তারা। গতমাসে হাউথিদের মিসাইল সৌদি আরবের রাজধানী রিয়াদ পর্যন্ত পৌঁছে যায়।