‘আমি একটা বড় ভুল করে ফেলেছি। ভেবেছিলাম, করোনা একটা ধোঁকা-তামাশা, কিন্তু আসলে তা নয়।’
মৃত্যুর আগে ৩০ বছর বয়সী এক করোনা রোগীর শেষ কথা এগুলো। কথিত ‘কোভিড পার্টিতে’ অংশ নেয়ার পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান এন্টোনিও শহরের একটি হাসপাতালে মারা যান তিনি।
মেথোডিস্ট হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।
হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার ডা. জেন আপলাবে বলেন, একজন রোগী নার্সকে ওই পার্টির কথা বলেছেন যেটি আয়োজন করেছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজন ব্যক্তি।
তিনি বলেন, ‘(পার্টি আয়োজন করে) তারা আসলে দেখতে চাচ্ছিল ভাইরাসটি সত্যি কিনা এবং এর দ্বারা আর কেউ আক্রান্ত হয় কিনা।
আপলাবে জানান, তিনি মানুষকে ভয় দেখানোর জন্য এই গল্পটা বলেননি বরং এটা বুঝানোর চেষ্টা করেছেন যে, তারা (পার্টিতে অংশ নেয়ারা) বুঝতে পেরেছে যে ভাইরাসটা যে কাউকে আক্রান্ত করতে পারে।
তবে মারা যাওয়া ওই রোগীর পরিচয় জানাতে পারেননি ডা. আপলাবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বেক্সার কাউন্টি, যেখানে সান এন্টোনিও হাসপাতালটি অবস্থিত সেখানে ১৮ হাজার ৬০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আপলাবে জানান, তার হাসপাতালে তরুণ-যুবক রোগীর সংখ্যা বাড়ছে। কেউ কেউ চিকিৎসা নিয়ে দ্রুতই হাসপাতাল ছাড়ছেন আবার কারো কারো শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, ভাইরাসটি কারো সঙ্গেই বৈষম্য করে না।
করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩৪ লাখের উপরে মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের। প্রতিদিনই এই সংখ্যা দ্রুত বাড়ছে।