সন্ধ্যা ৬:৩৮ মঙ্গলবার ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিদেশ বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছেই

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছেই

লিখেছেন sayeed
Spread the love

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েপড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিনদিন বাড়ছেই। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২৪ জন মানুষের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৪৭ লাখ ৩৩ হাজার ১৪৪ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৮৩০ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭৪ লাখ ৭৩ হাজার ৭৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।

তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৯২ জনের, ব্রাজিলে ৭১ হাজার ৪৯২ জনের, যুক্তরাজ্যে ৪৪ হাজার ৭৯৮ জনের, ইতালিতে ৩৪ হাজার ৯৪৫ জনের, মেক্সিকোতে ৩৪ হাজার ১৯১ জনের, ফ্রান্সে ৩০ হাজার ৪ জনের, স্পেনে ২৮ হাজার ৪০৩ জনের ও ভারতে ২২ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। গতকাল শনিবার পর্যন্ত  বাংলাদেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More