অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক পরেছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের তিনি দেখতে যান। এ সময়ে হাসপাতালের করিডোর ধরে তাকে মাস্ক পরে আসতে দেখা যায়।
জনসম্মুখে মাস্ক পরে জনস্বাস্থ্য বিষয়ে উদাহরণ তৈরি করতে তার প্রতি অনেক আহ্বান জানানো হয়। মাস্ক পরার জন্যে তিনি রীতিমতো চাপে ছিলেন। কিন্তু গত শনিবারের আগে তাকে কখনও প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়নি।
ট্রাম্প বলেন, আমি কখনোই মাস্ক পরার বিরুদ্ধে নই। কিন্তু এটি পরার নির্দিষ্ট সময় ও স্থান আছে। এদিকে যুক্তরাষ্ট্রে দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যমতে, দেশটিতে শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ৬৬ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ লাখ ৪২ হাজার ৭৩ জনে। নতুন করে মারা গেছেন আরও ৭৬০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭২৯ জন।