সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বেশ সমালোচনার জন্ম দিয়ে ভাইরাল হয়েছে। ভিডিওতে একজন শিক্ষককে কয়েকজন ছাত্রীর ক্লাস নিতে দেখা যাচ্ছে। ভিডিওর মাঝে কয়েকবার ওই শিক্ষককে এক ছাত্রীর শরীরে আপত্তিকরভাবে হাত দিতে এবং অনৈতিক আচরণ করতে দেখা যায়।
ফেসবুকে ভিডিওটি শেয়ারকারীরা দাবি করেছেন অভিযুক্ত শিক্ষকের নাম মো. নুরুল হক সরদার। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৬ সালের। সেই সময়ও একবারa ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে অভিযুক্ত শিক্ষক মো. নুরুল হক সরদার প্রত্যাহার হন।
আরও জানা যায়, এ ঘটনার আগে অভিযুক্ত নুরুল হক সরদার এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তখন ওই ছাত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এই কথা এলাকায় জানাজানি হওয়ায় নুরুল হক মাস্টার ওই ছাত্রীকে বিবাহ করতে বাধ্য হন। এরপর কিছুদিন বাদে ২০১৬ সালে আবার তার কেলেঙ্কারির খবর সামনে আসে।
তবে, ৪ বছর আগেকার ভিডিও ঠিক কি কারণে আবারও নতুন করে ভাইরাল হল, সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
ভিডিও: