বলিউড কিংবন্তী বচ্চন পরিবারের জন্যে ফের দুঃসংবাদ। প্রথমে ঐশ্বরিয়ার ও তার মেয়ে আরাধ্যার করোনা নেগেটিভ এলেও রোববার (১১ জুলাই) দুপুরে তাদের করোনা পজিটিভ এসেছে।
এদিকে, করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, দ্বিতীয় রিপোর্টেও তার করোনা পজিটিভ এসেছে।
শনিবার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ আসার পরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জানা গিয়েছিল, অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন ও নাতনি আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রোববার রিপোর্টে ঐশ্বর্য- মেয়ে আরাধ্যাও পজিটিভ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ঐশ্বরিয়া-আরাধ্যার যে টেস্ট করা হয়েছিল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ আরটিপিসিআর টেস্ট রিপোর্টেই করোনা পজিটিভ আসে তাদের।
এর আগে, অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরই ঐশ্বর্য ও আরাধ্যাকে আইসোলশনে থাকতে বলা হয়।