নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে চার জেলার সঙ্গে যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ওই চার জেলা হলো- ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ।
১০ জুলাই, শুক্রবার পবিত্র ঈদুল আজহাকে সামনে জাতীয় পরামর্শক কমিটি করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য এক সভায় বসে সরকারকে এই সুপারিশ দেয়।
কমিটি চার বড় মহানগরীসহ সব শহরের ভেতরে কোরবানির পশুর হাট না বসানোরও পরামর্শ দিয়েছে। বিকল্প হিসেবে তারা ভার্চুয়াল বেচাকেনার পরামর্শ দিয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬৬৬ জনের করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫২ জন।