মিঠুন মাহমুদ: জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
করোনার সংক্রমনরোধে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে ৬শ মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০ টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী পশু-হাটসহ জীবননগর পৌর শহরের টাইগার চত্তর থেকে মাস্ক বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ।
সাইফুল ইসলাম বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক করোনা সংকটকালীন সময়ে আমরা অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণসহ বেশ কিছু ইতিবাচক কাজ করেছি। এই সংকটময় সময়ে আমরা আমাদের দায়িত্বও কর্তব্য থেকে পিছু হটেনি।
তিনি আরো জানান, যেহেতু বর্তমানে করোনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে তাই জীবননগর থানা পুলিশ সচেতনতা সৃষ্টিসহ অসচ্ছলদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।