গাজীপুরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দু’টি বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে দীনা নাজনীন (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে (১১ জুলাই) টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সাভার থেকে বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব যাচ্ছিল। বাসটি টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় পৌঁছলে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দু’টি ছিটকে সড়কের দু’পাশের প্রায় ১৫ ফুট গভীর খাদে পানিতে পড়ে সম্পূর্ণ ডুবে যায়। এতে ঘটনাস্থলেই দীনা নাজনীন নিহত ও অপর ৯ জন আহত হন। নিহত নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী।
মিজানুল হক আরও বলেন, এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। পরে খবর পেয়ে পুলিশ সদস্য ও কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করেন।