প্রাণঘাতী মহামারি নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবা পড়েছে বচ্চন পরিবারে। ভারতের বলিউড বিগ বস অমিতাভ বচ্চনের পর ছেলে অভিষেক বচ্চনও করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই আক্রান্তের বিষয়টি জানিয়েছেন। বাবার সঙ্গে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিষেক। খুব সামান্যই করোনার উপসর্গ ছিল দু’জনের।
টুইটে অভিষেক লিখেছেন, ‘আজ আমি এবং বাবা করোনা আক্রান্ত হয়েছি। ন্যূনতম করোনা উপসর্গ দেখা দিয়েছিল আমাদের দু’জনের শরীরে। এরপরই আমরা হাসপাতালে হয়েছি।
তিনি আরও জানান, আমাদের পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমি প্রত্যেককে অনুরোধ করছি অযথা ভয় পাবেন না। ধন্যবাদ।
এর আগে, করোনায় আক্রান্ত হন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। টুইট করে এ তথ্য নিজেই জানিয়েছেন বিগ বি। বর্তমানে তিনি নানাবতী হাসপাতালে ভর্তি আছেন।
টুইটারে অমিতাভ লিখেছেন, পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যারা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।
শনিবার (১১ জুলাই) রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল।
করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন দেয়ার পর থেকে নিজের বাড়িতেই ছিলেন ৭৭ বছর বয়সী এ অভিনেতা। ঘরে বসেই একটি ভিডিও শুটে কাজ করেছিলেন। তবে এমনিতে তার শ্যুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। এতে তার সঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অমিতাভের কন বানেগা ক্রোড়পতির অডিশনও শুরু হয়েছিল। তবে করোনা বিধি অনুযায়ী সরকারী নিয়মে তাকে শুটিং করা থেকে বিরত থাকতে বলা হয়।
২০১৮ সাল থেকে বেশ কয়েকবারই পর পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। রুটিন চেকআপের পাশাপাশি মাঝে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যায় ভুগছিলেন বিগ-বি।