করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি ছুটির কারণে, লোকসান গুনতে থাকা ব্যবসায়ীরা দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। আজ (৮ জুলাই) রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে এ মানববন্ধনে অংশ নেন মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বস মোবাইল দোকানের মালিক মো: সাজু মিয়া বলেন, দীর্ঘদিন সাধারণ ছুটি থাকা ও দেশের চলমান করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। মার্কেট বন্ধ থাকলেও তাদের গুনতে হচ্ছে দোকান ভাড়া ও স্টাফ বেতন। এভাবে লোকসান গুনতে থাকলে তাদের পক্ষে ব্যবসা পরিচালনা করে টিকে থাকা অসম্ভব হবে।
অন্যান্য ব্যবসায়ীদেরও দাবি , অনেক দিন পর মার্কেট খুললেও নেই পর্যাপ্ত ক্রেতা।
সরকারি ছুটি থাকাকালীন সময়ে ৩ মাসের দোকান ভাড়া মওকুফ এবং আগামী ছয় মাসের ভাড়া ৫০% কম নেয়ার দাবী জানান এ মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা।