সন্ধ্যা ৭:৩১ সোমবার ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম দেশ করোনায় সোনার দামে নতুন রেকর্ড

করোনায় সোনার দামে নতুন রেকর্ড

লিখেছেন adib jamal
Spread the love

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম লাপিয়ে লাপিয়ে বাড়ছে। গত কয়েকদিন ধরে দাম বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত হয়েছে। এখন পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৮০০ ডলার ছাড়িয়ে গেছে।

এর আগে, ২০১১ সালে সালের আগস্টে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮০০ ডলারের ওপরে উঠে ছিল। এরপর গত ৯ বছর পর আবারও প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮০০ ডলার ছাড়িয়ে গেল।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বুধবার লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১৯ ডলারে উঠে যায়। যদিও দিনের লেনদেন শেষে ১৮০৯ ডালারে দিকে থামে।

বুধবার স্বর্ণের দামে বড় উত্থান হলেও বৃহস্পতিবার লেনদেনের প্রথমদিকে স্বর্ণের দাম কিছুটা কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪৫ ডলার কমে ১৮০৮ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।

মহামারি কোভিড-১৯ এর প্রভাবে চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনার প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় গত ২২ জুন বাংলাদেশেও দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা ভরিতে এক-দেড় হাজার টাকা করে বাড়ানো হলেও এবার এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়। অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২০ ডলারের উপরে বেড়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More