নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) কারণে টি-২০ বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে দেখা সংশয়। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।
অন্যদিকে এ বছর এশিয়া কাপ আর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও এখন পর্যন্ত আয়োজক পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এনসিসি) থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সেপ্টেম্বরে পাকিস্তানের বসার কথা ছিল।
নিজের ৪৮তম জন্মদিন উপলক্ষে কোলকাতার দৈনিক আনন্দবাজারকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসি’র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে।’
‘এখন আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেবো। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’
টি-২০ বিশ্বকাপ নিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, ‘আইসিসি হয়-তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনো সম্ভাবনা আছে কি-না। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’