মিঠুন মাহমুদ: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগরে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মায়ের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর সাথী অটো রাইস মিলের আয়োজনে এ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
সাথী অটো রাইস মিলে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি শাজাহাল আলী।
এ সময় উপস্থিত ছিলেন, মাই টিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন ,মাই টিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ,সাংবাদিক সাইফুল আলম মাসুম, এ আর ডাবলু, রাসেল হোসেন মুন্না, মফিজুল ইসলাম, শাকিল হাসান,সাথী অটো রাইস মিলের এস কে বকুল, দ্বীন ইসলাম প্রমুখ।