সোশ্যাল মিডিয়ার নিয়মিত ও সক্রিয় রয়েছেন সানি। মাঝে মধ্যেই বিভিন্ন ধরণের ভিডিও আপলোড করেন তিনি। সম্প্রতি মাস্ক পরা অবস্থায় ডান্সগ্রুপ নিয়ে ছাদে প্রাকটিস করতে দেখা যায় যায়। গ্রুপের অন্যরাও ছিলো মাস্ক পরা।
এ ভিডিও তিনি আপলোড করছেন তার ভিরিফাইড ফেইসবুক পেইজে। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়।
ভিডিওর ক্যাপশনে সানি লিওন লেখেন, Masks on and rehearsal time!! Work mode!
নাচের ভিডিও: