দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক ডি কক। একইসঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।
ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জিতলেন ডি কক। এছাড়া দু’বার বর্ষসেরা হওয়া দেশটির অপর পাঁচ ক্রিকেটার হলেন- মাখায়া এন্টিনি, কাগিসো রাবাদা, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস।
এর আগে, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ডি কক।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডেতেও উজ্জ্বল ছিলেন ডি কক। এখন পর্যন্ত ৩৮.০৭ গড়ে ৫৩৩ রানের সঙ্গে ১৫ ক্যাচ নেয়ার পাশাপাশি একটি স্টাম্পিং করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
তবে এ বছরে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটারের পুরস্কার ওঠেছে পেসার তরু লুঙ্গি এনগিদির হাতে। অন্যদিকে দেশটির সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক পেসার এনরিখ নর্টজে।
মাহামারি কোভিড-১৯ সংকটের কারণে ভার্চুয়াল মাধ্যমে হয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এবারের বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণার অনুষ্ঠান।