শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসের গাড়িচাপায় ৬৪ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আজ (রোববার) ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর গাড়ি তুলে দেন ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। হাসপাতালে নেওয়ার পর ওই বৃদ্ধ মারা যান।
নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে। আজ বিকেলের দিকে তাকে কোর্টে চালান করা হবে জানিয়েছে পুলিশ।
এখন পর্যন্ত দেশের হয়ে ৪৪টি টেস্ট এবং ৭৬টি ওয়ানডে খেলেছেন কুশল মেন্ডিস। ২৫ বছর বয়সী উইকেটরক্ষক ডানহাতি এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা জাতীয় দলের নিয়মিত সদস্য।