করোনাভাইরাসে (কোভিড-১৯) মধ্যপ্রাচ্যে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু সৌদি আরবেই মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী।
সৌদি আরবসহ দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য জানা গেছে।
এদিকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত সৌদিতে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।
এছাড়াও ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে ছয় দেশে মারা গেছেন ৭৫৩ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী পড়ে। গতকাল শনিবার সকাল নাগাদ ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।