ঝিনাইদহের মহেশপুরে দত্তনগর-জিন্নাহনগর-সামন্তা সড়কের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। শনিবার (৪ জুলাই) সকালে উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সড়ক সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, কাজিড়বেড় ইউপি চেয়ারম্যান বি এম সেলিম রেজা, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন ,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, বাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা আব্দুল হান্নান।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে একনেকে সভায় পাশ হওয়া মহেশপুর উপজেলায় ৪৮ কিলোমিটার রাস্তার বিপরীতে ৭৮ কোটি টাকা বরাদ্দ হয়। এর মধ্যে ২৮ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। বাকি ২০ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ৩৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি অসম্পূর্ণ থাকায় এলাকার মানুষ চরম ভোগান্তি পেয়েছে এবার তার অবসান হবে।