ছবির বিলবোর্ডটি ভালোভাবে খেয়াল করুন। বিশাল সাইজের বিলবার্ডের ছবিটি একজন চিকিৎসকের; বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক ডা. ফারজানা হুসেইনের।
যুক্তরাজ্যের লন্ডনে পিকাডিলি সার্কাসের সামনের নিজের বিশাল বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ফারজানা। তিনি এই বছরে যুক্তরাজ্যে বর্ষসেরা চিকিৎসক নির্বাচিত হয়েছেন।
দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস ডা. ফারজানা হুসেইনকে ব্রিটেনের বর্ষসেরার চিকিৎসক হিসেবে ঘোষণা করেছে।
করোনার মহামারির সময় ডা. ফারজানা হুসেইন এবং তার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন ২ কন্যার জননী ডা. ফারজানা হুসেইন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।