চীনা একাধিক প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে ভারতী গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ উঠছে অনেক আগে থেকেই। সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার জেরে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। অভিযুক্ত সংস্থাগুলোর মধ্যে চীনের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী সংস্থা শাওমির নামও ছিলো।
এছাড়া এই তালিকায় সম্প্রতি উঠেছিলো চীনা বহুজাতিক ইন্টারনেট প্রযুক্তি সংস্থা বায়েটড্যান্স-এর জনপ্রিয় অ্যাপ টিকটকের নামও। এ বার একই অভিযোগ উঠল মার্কিন ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থা লিঙ্কডইন (LinkedIn)-এর বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, আইফোন এবং ম্যাকবুক প্রো ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে তাদের ব্যক্তিগত মেসেজে আড়ি পেতেছে এই সংস্থার অ্যাপ। এভাবে তারা ব্যবহারকারীদের ক্লিপবোর্ডের যাবতীয় তথ্য কপি করে তা নিজেদের কাছে সংরক্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস১৪-এর একটি বিশেষ ফিচারে ধরা পড়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির এই বিষয়টি।
সম্প্রতি আইফোনের মধ্যমে লিঙ্কডইন ব্যবহারকারী এক ব্যক্তি টুইট করে এ বিষয়টি সামনে আনেন।
তবে এই অভিযোগের প্রেক্ষিতে লিঙ্কডইন তাদের ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটি বলছে, একটি যান্ত্রিক ত্রুটির কারণেই এটা হয়েছে। দ্রুত নতুন আপডেটের মাধ্যমে এই ত্রুটি ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছে তারা।