ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। একাদশে জায়নি বাঁ-হাতি অলরাউন্ডার মঈন আলী ও উইকেটরক্ষক ও ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ১৩ সদস্যের দলে তো জায়গা হয়নিই, এমনকি নয় জনের রিজার্ভ স্কোয়াডেও এই দুজনের জায়গা হয়নি।
গত বছরের শেষে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলা বেশিরভাগ খেলোয়াড়ই দলে জায়গা ধরে রেখেছেন।
এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে টেস্টে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার বেন স্টোকস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলবেন না নিয়মিত ব্রিটিশদের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
বেন স্টোকস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারমসন, ডোমিনিক বেস, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার ও জ্যাক ক্রলি।
রিজার্ভ স্কোয়াড :
জেমস ব্রেসি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।