মিথুন মাহমুদ/চুয়াডাঙ্গা: করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা মোট দাঁড়ালো ২৩৭। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৫ জন ও মারা গেছেন ৩ জন। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৫ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এরমধ্যে ৮ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন। এরমধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী।
নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক, চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ২৬ বছর বয়সী এক নায়েক, চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসে কর্মরত একজন, দামুড়হুদা দশমীপাড়ার এক নারী ও এক পুরুষ, দক্ষিণ চাঁদপুর গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোর ও এক নারী, দর্শন বাসস্ট্যান্ড পাড়ার একজন। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২০ ও হোম আইসোলেশনে ৬৯ জন চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি জেলার আলমডাঙ্গা উপজেলায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৭ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৫ জন ও মারা গেছেন ৩ জন।