একই সঙ্গে বিবিএস ক্যাডার হলেন দু’বোন। ৩৮তম বিসিএসের ঘোষিত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এ আপন দু’বোন। তাদের নাম ফাতেমাতুজ জুহরা চাঁদনী ও সাদিয়া আফরিন তারিন। তারা দুজনই শাবিপ্রবি থেকে পড়ালেখা শেষ করেছেন।
সিলেটের কানাইঘাট উপজেলার অবসারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর কন্যা তারা দুবোন। তাদের সাফল্যে এলাকার লোকজনের মুখে মুখে শুধু দুবোনেরই নাম।
দু’বোনের মধ্যে বড় চাঁদনী শাবিপ্রবি থেকে ইংরেজিতে পড়েছেন আর ছোট বোন তারিন পড়েছেন বিবিএ ও এমবিএ।
এদিকে, বর্তমানে চাঁদনী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
একই সঙ্গে দু’বোনের এ সাফল্যে ফেসবুকে তাদের নিয়ে চলছে অভিনন্দন জ্ঞাপন। উল্লেখ্য, তাদের ছোট বোনও শাবিপ্রবিতে পড়ালেখা করছেন।