সাব্বির সামি মুহিত
বিপদসংকুল বিস্তীর্ণ কোন সবুজ প্রান্তরে,
স্নিগ্ধ ভোরে ঘাসের শরীরে জড়িয়ে থাকা
কচি শিশিরের আমন্ত্রণে
শুভ্র কোন কোন মায়া হরিণ চেয়ে আছে তৃষ্ণার্ত চাতকের মতো
একদিকে শিশিরের আহ্বান, বিপরীতে ওঁৎ পেতে বসে থাকা কোন শিকারি কিম্বা বাঘের ভয়,
আছে জীবন হননের শঙ্কা।
তবুও শুভ্র মায়া হরিণ পা বাড়ায়
কচি শিশিরের পানে
ফলাফল কখনো হৃদয় ভরা আত্মতৃপ্তি
অথবা কোন শিকারি, ক্ষুধার্ত ব্যাঘ্রের মুখে শেষ পরিণাম; বিসর্জন।
এর মধ্যেও তো এক ভূখণ্ডে একত্রে বসবাস।
একই চোখে চেয়ে থাকে ব্যাঘ্র, শিকারি মায়াহরিণ, শিশির আর কচি ঘাস।