বিকাল ৩:০০ রবিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোম বিনোদন প্রিয়তীর কবিতা ‘বর্ণবাদ’

প্রিয়তীর কবিতা ‘বর্ণবাদ’

লিখেছেন sabbri sami
মাকসুদা আক্তার প্রিয়তী
Spread the love

বর্ণবাদ

বিসিএস পাশ কিন্তু গায়ের রং ময়লা
কিংবা তোমরা যখন বলো,
চেহারা মিষ্টি কিন্তু গায়ের রং কালো ।
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

আমার স্তন ছোট, বড়, কিনা মাঝারি
পাড়ায় পাড়ায় এই নিয়ে যখন শুরু হয়
গোপনে গোপনে হাস্যকর আহাজারি।
আমার শিক্ষা, গুন ও সব অর্জিত অর্জন
যখন চামড়ার অন্ধকারে হয়ে যায় নিমজ্জন;
আমার দেহ কাঠামো যখন সংকীর্ণতায়
বেটে, মোটা, শুকনা বা পাতলার সীমাবদ্ধতায়।
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

আমার কনুই কালো , হাঁটু কালো, বগলের নীচ কালো
তোমরা যখন তর্জনী তাক করে দেখিয়ে দেখিয়ে,
হাসি তামাশায় উল্লাসে মেতে উঠো কানা- ঘুষায় ।
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

প্রেমিকের কিংবা স্বামীর অকপট দৃষ্টি
যখন দেখি আটকে আছে
উজ্জ্বল বর্ণের কোন রমণীর কোমরে;
তার অলিখিত অভিযোগ যখন
অবিরত অনুরণিত হয় কর্ণ জোড়ায়
হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে নিজেকে অভিশাপ দিয়ে
চিৎকার করে কেঁদে ফেটে পড়ি বোবা-কান্নায়,
বারংবার বলে উঠি আমি কেন কালো ?
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো?

নিজেকে একঘরা থেকে বাঁচাতে
কিংবা এক কোণা থেকে উঠাতে
তোমাদের এক ঝলক দৃষ্টি পেতে,
কিংবা একফোঁটা মনোযোগ আনাতে;
শুধুমাত্র এক রঙের মাত্রা হাল্কা উজ্জ্বল হতে
যখন আমায় দ্রবীভূত হতে হয় রাসায়নিক দ্রব্যে।
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

আমার গায়ের বর্ণ কালো,
আত্মীয় -স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা শ্বশুরবাড়ি
উঠতে বসতে যখন তোমরা বুলি শোনাও ধারালো ;
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

আমি তোমাদের গৃহকর্মী,
কাটি মাংস-সবজি, রন্ধন করি রোস্ট-ভাঁজি;
আমার রাতের শয়নস্থান তোমাদেরই রসুইঘরে,
অন্নজল দেয়া হয় কোন এক কোণায় গৃহতলে ।
আমায় তোমরা নোংরা বলো,
কারণ অনাদরে আমার বর্ণ কালো।
তখন বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেন জ্বালো ?

তোমাদের অয়োময় প্রথা, ধ্যান-ধারনা কবে ভাঙবে বলো?
বর্ণবাদের মশাল মিছিল তোমরা কেনই বা জ্বালো?

(লেখক: মাকসুদা আক্তার প্রিয়তী, বাংলাদেশি বংশোদ্ভুত আইরিশ পাইলট, মডেল, অভিনেত্রী, লেখক ও সাবেক মিস আয়ারল্যান্ড)

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More