মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডে স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার (০২ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্লার্কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
এ বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর পুরো দায়ভার নিচ্ছি আমি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোভিড-১৯ নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডকে সফল দেশ বলেই গণ্য করা হয়। কিন্তু সম্প্রতি করোনা মহামারি পরিস্থিতিতে দেশটির সীমান্ত ও আইসোলেশন ব্যবস্থাপনা নিয়ে সরকারের কর্মকাণ্ডে দেশব্যাপী তীব্র সমালোচনা হয়।
এছাড়াও করোনা মহামারিতে গত এপ্রিল মাসে লকডাউনের নিয়ন অমান্য করে সপরিবারে সমুদ্রসৈকতে বেড়াতে যান ডেভিড ক্লার্ক। এ নিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। এরমধ্যেই আবার পাহাড়ে ভ্রমণে গিয়েছিলেন ক্লার্ক।
বিষয়গুলো প্রকাশ্যে আসায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলে তিনি। কিন্তু করোনা সংকটকালে তাকে কাজ করে যেতে বলা হয়েছিল। তবে দায়িত্ব পালনে ব্যর্থতা ও নিয়ম ভঙ্গের দায়ে ওই সময় তার পদাবনতি হয়েছিল। এবার আর ক্লার্ককে ফেরাননি জেসিন্ডা আরডার্ন।
তার অবর্তমানে শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিন্সকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।