প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। একই সঙ্গে করোনামুক্ত হয়েছেন তার স্ত্রী ও দুই কন্যা।
বৃহস্পতিবার (০২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেয়া এক ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুনরায় টেস্ট করিয়েছি। আর কোনো সমস্যা নেই। ওই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন সবাইকে আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।
গত ১৩ জুন করোনায় আক্রান্ত হন শহিদ আফ্রিদি, তার স্ত্রী এবং দুই কন্যা।
এদিকে পাকিস্তানে কোভিড-১৯ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে দু’জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়ে মারাও গেছেন।