দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎকসকের মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক।
বুধবার (০১ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারা।
মারণঘাতী এ ভাইরাসে মারা গেছেন রাজধানীর ইমপালস হাসপাতালের গ্যাস্টোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মহসিন কবীর।
বুধবার ভোর রাতে নিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন ভোর ৪টার দিকে মারা যান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মারা গেছেন রাজধানীর ফার্মগেটের আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. রুহুল আমিন।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. রুহুল আমিন ফার্মগেটের আল রাজী হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে দীর্ঘদিন হাসপাতালটিতে চিকিৎসাসেবা দিয়েছেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুঁইয়া থানার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামে।
এছাড়াও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ওয়াহাব।
বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এছাড়াও এদিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আরও একজন।