করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৯৯ বছর বয়সী এক বৃদ্ধ। এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পশ্চিবঙ্গের কাঁকুড়গাছির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন করোনায় আক্রান্ত বৃদ্ধ শ্রীপতি ন্যায়বান। গতকাল বুধবার (৩০ জুন)) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়ড়পত্র পেয়েছেন তিনি।
জানা গেছে, এই বৃদ্ধের দুই ছেলেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ৭২ বছর বয়সী তার বড় ছেলে বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। অপরদিকে ৫৩ বছর বয়সী তার অপর ছেলে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা নিয়ে ৯৪ বছর বয়সী করোনায় আক্রান্ত এক বৃদ্ধ সুস্থ হয়ে উঠেন। কিন্তু ৯৯ বছর বয়সী কেউ করোনা জয় করেছে, গত সাড়ে তিন মাসে এমন কোনও নজির নেই বলেই জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।
বিশ্বে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কয়েক কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যেই লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারাও গেছেন। সূত্র: আনন্দবাজার।