অনেক দিন থেকেই স্মার্টফোনে জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রেখেছিলো পাবজি। সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকায়ও সবার উপরে ছিলো এটি। পাবজির কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে কল অব ডিউটি মোবাইল গেমটি। এটিই এখন সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেম।
রিলিজ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলে দেয় কল অব ডিউটি। এটি এক সময়ের অত্যন্ত জনপ্রিয় কম্পিউটার গেম হওয়ার সুবাদে মোবাইল গেমের জগতেও শক্ত জায়গা করে নিতে বশি সময় লাগেনি।
রিলিজ হওয়ার মাত্র ২৬৫ দিনের মধ্যেই কল অব ডিউটি মোবাইল ডাউনলোডের সংখ্যা ২৫০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যেখানে পাবজি মোবাইলের ডাউনলোড সংখ্যা ছিল ২৩৬ মিলিয়ন। এদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা ফোর্টনাইট ডাউনলোড হয়েছে মাত্র ৭৮ মিলিয়ন।
রেভিনিউ এর দিক থেকে কল অফ ডিউটি সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্রে; যার পরিমাণ ১৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ সংখ্যাটি তাদের মোট রেভিনিউয়ের ৪১ শতাংশ। অন্যদিকে রেভিনিউর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে ব্রাজিল।