মিঠুন মাহমুদ: চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বাঁকা ও হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাসাদহের এক ইউপি সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক ভাবে বহিষ্কার করেছে।
জানা গেছে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রতি যাদের জমি আছে ঘর নাই। এ সমস্ত দরিদ্র অসহায়দের মাঝে বিনামূল্যে ঘর দেওয়া কথা থাকলেও সেখানে অর্থ কেলেঙ্কারিসহ দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগে বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,হাসা-দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস এবং হাসা-দহ ইউনিয়ন পরিষদের ৯নং অ্যাড কাউন্সিলার আশরাফুল ইসলাম শ্যামলকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।
আজ (বুধবার) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মুনিষ লিংঙ্কন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয় দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই জন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা আরও বলা হয়েছে, ১০ কার্য দিবসের মধ্যে তাদের স্থায়ী ভাবে কেন বহিষ্কার করা হবে না কেন। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে ।