চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাপের কামড়ে আওলিয়ার রহমান(০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার (১জুলাই) রাতে উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশুটি সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের আমান আলির ছেলে।
জানা যায়, বুধবার রাতে শিশুটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বিষধর সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আওলিয়ারের মৃতদেহ হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে।