ইউটিউবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড গড়েছে পপ ব্যান্ড ব্ল্যাকপিংক। তাদের নতুন ‘হাউ ইউ লাইক দ্যাট’ মিউজিক ভিডিওটি একদিনে ৮২ দশমিক ৪ মিলিয়ন দেখেছেন দর্শকরা।
এর আগে রেকর্ডটি ছিল বিটিএসের দখলে। তাদের ‘বয় উইথ লাভ’ ভিডিওটি ২৪ ঘণ্টায় ৭৪ দশমিক ৬ মিলিয়ন ভিউ নিয়ে রেকর্ড গড়েছিল।
শুধু ২৪ ঘণ্টায় সর্বাধিক ভিউয়ের রেকর্ডই নয় ‘হাউ ইউ লাইক দ্যাট’ মিউজিক ভিডিওটি সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিলিয়ন ভিউর রেকর্ডও গড়েছে। এই রেকর্ড গড়তে তাদের দেড় দিনও লাগেনি।
যদিও ব্ল্যাকপিংক সপ্তাহ খানেক আগেই ‘কিল দিস লাভ’ ভিডিওর মাধ্যমে বিটিএসের রেকর্ড ভেঙেছিল, তবে সেটি বিজ্ঞাপনের মাধ্যমে। তাই এটিকে বিবেচনায় আনা হয়নি।