যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা কমার নাম নেই, বরং দিন দিন আরো ভয়াবহ হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে দেশটিতে দৈনিক লাখের উপরে করোনা রোগী শনাক্ত হতে পারে।
এমন আশঙ্কার কথা বলেছেন, দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি এস ফাউসি।
সিনেটের হেল্থ এন্ড এডুকেশন কমিটিকে দেয়া সাক্ষ্যে তিনি একথা বলেন, আমরা এখন দৈনিক ৪০ হাজারের বেশি নতুন করোনা রোগী পাচ্ছি। অবস্থান পরিবর্তন না হলে দৈনিক ১ লাখ কোভিড রোগী শনাক্ত হলেও আমি অবাক হবো না।
তিনি বলেন, আমি খুবই শঙ্কিত।
মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ জুন) প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে ১ লাখ ৩০ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে এক দিনে নতুন করে মৃত্যুর সংখ্যা ৩৫৯। দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ লাখের বেশি।