করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অস্ট্রেলিয়ায় ও জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুই দেশের ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার যে ২০২০-২১ মৌসুমে সূচি প্রকাশ করা হয়েছিল; সেখানে রাখা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে এ তিন ওয়ানডে ম্যাচও। কিন্তু এখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাদ দিতে হলো সিরিজটি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি আগস্টের ৯, ১২ এবং ১৫ তারিখে টাউনসভিল মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত করায় প্রথমবারের মতো করোনাভাইরাসের কারণে নিজেদের ঘরের মাঠে কোন সম্পূর্ণ সিরিজ হারাল অস্ট্রেলিয়া।
সিরিজটি স্থগিত হওয়া জিম্বাবুয়ের জন্য খুবই হতাশার। ২০১৫ সালের বিশ্বকাপ বাদ দিলে জিম্বাবুয়ের সবশেষ অস্ট্রেলিয়া সফর ছিল ২০০৪ সালে, ত্রিদেশীয় সিরিজ খেলতে। কিন্তু করোনার কারণে সফরটিও হচ্ছে না।
এখন পর্যন্ত করোনাভাইরাসের (কোভিড-১৯) চারটি সিরিজ স্থগিত হয়েছে। এর আগে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে সিরিজও পিছিয়ে যায়।